মা'আরিফুল হাদীস

আখলাক অধ্যায়

হাদীস নং: ১২৭
আখলাক অধ্যায়
ইহসান ও পরোপকার

দয়া অনুগ্রহের একটি শাখা অথবা বলা যায় যে, দয়া-অনুগ্রহের একটি ফল হচ্ছে ইহসান ও পরোপকার গুণ। ইহসানের অর্থ হচ্ছে কারো উপকার করা, চাই তাকে হাদিয়া দিয়ে হোক, তার কোন কাজ করে দিয়ে হোক, তাকে শান্তি ও আরাম দিয়ে হোক অথবা এমন কোন কাজ করে হোক, যা তার খুশী ও আনন্দের কারণ হয়। এগুলো সবই ইহসান ও পরোপকারের বিভিন্ন পদ্ধতি ও ধরন। রাসূলুল্লাহ ﷺ আপন উম্মতকে এ সবকিছুর প্রতিই উৎসাহ দিয়েছেন।

তামাম মাখলুকের মধ্যে আল্লাহ কাকে অধিক মহব্বত করেন
১২৭. হযরত আনাস (রা) ও আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, আল্লাহর রাসূল ﷺ বলেছেন, মাখলুক আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহ তামাম মাখলুকের মধ্যে তাকে অধিক মহব্বত করেন যে তার পরিবার-পরিজনের প্রতি ভাল আচরণ করে। (বায়হাকী: শুয়াবুল ঈমান)
کتاب الاخلاق
عَنْ أَنَسٍ وَعَبْدِاللهِ قَالَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْخَلْقُ عِيَالُ اللهِ ، فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللهِ مَنْ اَحْسَنَ اِلَى عِيَالِهِ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে عيال শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল অন্যের অর্থ ও সাহায্যের উপর যারা সম্পূর্ণ নির্ভরশীল। তার একবচন عيل অর্থ পরিবার। সারা সৃষ্টজীব আল্লাহর ইয়াল বা পরিবার বলার এক অর্থ হল তামাম মাখলূক আল্লাহর সৃষ্ট, সব মানুষ পরস্পর সমান, তাদের মধ্যে কোন পার্থক্য নেই। অন্য অর্থ হল, যেরূপ পরিবারের সব সদস্য পরিবার প্রধানের উপর নির্ভরশীল, সেরূপ সম্পূর্ণ মাখলুক জীবন ধারণের জন্য আল্লাহর উপর নির্ভরশীল। যেরূপ পরিবারের প্রধান পরিবার-পরিজনের ভরণ-পোষণ, আরাম-আয়েশ এবং সুযোগ-সুবিধার যাবতীয় ব্যবস্থা করে, ঠিক সেরূপ আল্লাহ তামাম মাখলুকের প্রয়োজন পূরণকারী, তাদের যাবতীয় কাজের ব্যবস্থাপক। খ্রিস্টানগণ ভুল ধারণাবশত, আল্লাহকে পিতা এবং মানুষকে আল্লাহর সন্তান আখ্যায়িত করে। মনে রাখতে হবে আল্লাহ খ্রিস্টানদের এ জাতীয় ধারণা থেকে পাক ও পবিত্র এবং আলোচ্য হাদীসকে তাদের ধারণার সাথে কোনভাবে সংশ্লিষ্ট করা যাবে না। কারণ আল্লাহ তা'আলা আমাদের প্রভু, মালিক ও খালিক, আর আমরা তাঁর গোলাম।

পরিবার-পরিজনের প্রতি যে উত্তম আচরণ করে, আল্লাহ তাকে তামাম সৃষ্টির মধ্যে অধিক মহব্বত করেন। পরিবারের প্রতি উত্তম আচরণের অর্থ হল তাদের প্রতি কর্কশ ব্যবহার না করা, দয়া ও রহম প্রদর্শন করা, তাদের ত্রুটি-বিচ্যুতি মাফ করা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদেরকে ভাল আখলাক ও ভাল আমল শিক্ষা দান করা এবং আল্লাহ সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দান করা। পরিবার-পরিজনের প্রতি উত্তম আচরণকারী ব্যক্তি একমাত্র তখন আল্লাহর মহব্বত লাভ করতে পারবে যখন সে নিজে আল্লাহতে বিশ্বাসী হবে এবং আল্লাহর যাবতীয় হুকুম-আহকাম মেনে চলবে।

কোন আল্লাহদ্রোহী ব্যক্তি তার পরিবার-পরিজনকে যতই ভালবাসুক না কেন, সে আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাঁর অবাধ্যকে কখনো ভালবাসার মর্যাদা দান করেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান