মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৮৫
রিকাক অধ্যায়
ভাল কাজ মন্দ কাজকে মুছে ফেলে
৮৫. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ আমাকে বলেছেন: তুমি যেখানে থাক না কেন, আল্লাহকে ভয় কর, মন্দ কাজের পর ভাল কাজ কর, ভাল কাজ মন্দ কাজকে মুছে ফেলবে এবং মানুষের সাথে উত্তম আচরণ কর। (আহমদ, তিরমিযী ও দারিমী)
کتاب الرقاق
عَنْ أَبِي ذَرٍّ قَالَ : قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اتَّقِ اللهِ حَيْثُمَا كُنْتَ ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا ، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ . (رواه احمد والترمذى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

চির দুশমন শয়তান মানুষকে বিপথগামী করার ষড়যন্ত্রে সর্বদা লিপ্ত। শয়তান মানুষকে অসতর্ক মুহূর্তে পাপ ও অন্যায় কাজে উদ্বুদ্ধ করে। দুর্বলতম মুহূর্তে শয়তানের প্ররোচনায় কোন অন্যায় কাজ মু'মিন ব্যক্তি করে ফেললে তার উচিত খুব বেশি পরিমাণ ইবাদত-বন্দেগী, দান-খয়রাত প্রভৃতি সওয়াবের কাজ করা। কারণ যার অন্তরে ঈমান রয়েছে, তার সৎকর্ম তার মন্দ কর্মকে মুছে দেয় বা আবৃত করে দেয়। এ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ঈমানদার বান্দাদের জন্য করেছেন। কুরআন মজীদে বলা হয়েছে:
إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ.
"নিশ্চয়ই সৎকর্ম মন্দ কাজকে দূর করে দেয়।"
আল্লাহর বান্দাদের সাথে উত্তম ব্যবহার করাও এক ধরনের নেক আমল। প্রত্যেক নেক আমল মন্দ আমলকে মুছে ফেলে এবং তার ফলস্বরূপ বান্দা আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি হাসিল করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান