মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৭৯
রিকাক অধ্যায়
যাদের জন্য ধনীদের রিযক দেয়া হয়
৭৯. হযরত মুসআব ইবন সা'আদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (তাঁর পিতা) সা'আদ ভাবতেন, গরীব-মিসকীনদের উপর তার ফযীলত রয়েছে। আল্লাহর রাসূল ﷺ বললেনঃ তোমাদের গরীব-মিসকীনদের কারণেই, তোমাদেরকে সাহায্য করা হয় এবং রিযক দেয়া হয়। (বুখারী)
کتاب الرقاق
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ ، قَالَ : رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
সা'আদ (রা) তাঁর বীরত্ব, সাহসিকতা, বদান্যতা, দান-খয়রাত, দূরদর্শিতা প্রভৃতির জন্য নিজেকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ মনে করতেন। তাই নবী ﷺ-তার এ ধরনের মানসিকতা ত্যাগ করার জন্য গরীব-মিসকীনদের শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন। গরীব-মিসকীন তাদের আন্তরিকতা ও ধৈর্যের কারণে আল্লাহর নৈকট্য ও মহব্বত হাসিল করেন। তারা দিন রাত নিজেদের এবং কওমের জন্য যে দু'আ করেন আল্লাহ তা কবুল করেন। তাদের দু'আর বরকতে আল্লাহ তাদের কওমকে নিয়ামত, বরকত ও ফযীলত দান করেন। তিরমিযী শরীফের এক হাদীসে বলা হয়েছেঃ
إِنَّمَا يَنْصُرُ اللّٰهُ هَذِهِ الْأُمَّةَ بِضْعِيْفِهِمْ بِدَعْوَتِهِمْ وَصَلَاتِهِمْ وَإِخْلَاصِهِمْ
"নিশ্চয়ই আল্লাহ্ এ উম্মতের গরীব-মিসকীনদের দু'আ, নামায এবং আন্তরিকতার জন্য এ উম্মতকে সাহায্য করেন।"
কওমের বিপদ দূর করার জন্য গরীব-মিসকীনদের দ্বারা দু'আ করান উচিত।
إِنَّمَا يَنْصُرُ اللّٰهُ هَذِهِ الْأُمَّةَ بِضْعِيْفِهِمْ بِدَعْوَتِهِمْ وَصَلَاتِهِمْ وَإِخْلَاصِهِمْ
"নিশ্চয়ই আল্লাহ্ এ উম্মতের গরীব-মিসকীনদের দু'আ, নামায এবং আন্তরিকতার জন্য এ উম্মতকে সাহায্য করেন।"
কওমের বিপদ দূর করার জন্য গরীব-মিসকীনদের দ্বারা দু'আ করান উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)