মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৭৮
রিকাক অধ্যায়
আল্লাহ যাদের শপথ কবুল করেন
৭৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল ﷺ বলেছেন: অনেক লোক রয়েছে যাদের চুল এলোমেলো, শরীর ধূলা-বালিতে পূর্ণ এবং যাদেরকে সকল দরজায় ধাক্কা দিয়ে ফিরিয়ে দেয়া হয় (কোথাও তাদের খাতির ও মেহমানদারী করা হয় না) কিন্তু তারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূরণ করেন। (মুসলিম)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : « رُبَّ أَشْعَثَ ، اَغْبَرَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর দুনিয়ায় বিভিন্ন ধরনের লোক রয়েছে। অনেকে রয়েছেন যারা খুব অভাব-অনটনের মধ্যে যিন্দেগী যাপন করেন। তারা নিজেদের ও পরিবার, পরিজনের প্রয়োজন পূরণের জন্য দিন-রাত ব্যস্ত থাকেন। সমস্যা তাদেরকে সর্বদা পেরেশান করে রাখে। তারা নিজেদের জামা-কাপড়, শরীর ও চুলের কোন যত্ন নিতে পারেন না, যত্ন নেয়ার মত সামর্থ্যও তাদের নেই। সর্বত্র তাদেরকে গরীব-মিসকীন মনে করা হয়। কোথাও তাদেরকে আদর-যত্ন করা হয় না। ধাক্কা খেয়ে এক দরজা থেকে অন্য দরজায় ঘুরে বেড়ান। কিন্তু আল্লাহর এসব বান্দা চরম দুরবস্থার মধ্যেও আল্লাহর উপর অসন্তুষ্ট নন। তারা চরম ধৈর্যের সঙ্গে সমস্যার মোকাবিলা করেন। নিজেদেরকে কোন পাপকাজে লিপ্ত করেন না। আল্লাহ তাঁর এ ধরনের সাবের ও মুত্তাকী বান্দাদেরকে পসন্দ করেন, তাই তারা আল্লাহর উপর ভরসা করে কোন কথা বলে ফেললে আল্লাহ তা কবুল করেন। তাদের আবদার, তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং দু'আ আল্লাহ প্রত্যাখ্যান করেন না। বলা বাহুল্য, এ ধরনের বান্দা আল্লাহর নৈকট্য হাসিলকারী এবং মহব্বতের বুলন্দ মাকামের অধিকারী।
মনে রাখতে হবে, এলোকেশ, অপরিচ্ছন্ন জামা এবং ধূলাবালিপূর্ণ শরীরের কারণে তারা আল্লাহর মহব্বত ও কুরবত হাসিল করেননি; মূলত তারা বিপদে ধৈর্যধারণ, চরম দুরবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা এবং প্রয়োজন পূরণে পাপের পথ এখতিয়ার না করার কারণে আল্লাহর নৈকট্যের মর্যাদা হাসিল করেছেন। হাদীসে যে অবস্থার উল্লেখ করা হয়েছে তা তাদের ইচ্ছাকৃত নয়, তারা বাধ্য হয়ে এ অবস্থার মধ্যে ছিলেন। কোন গরীব-মিসকীনকে তার আর্থিক অবস্থার কারণে ছিঃ! ছিঃ! দূর! দূর! করা মহা অন্যায়। আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে মর্যাদা দেয়া উচিত। অধিকন্তু তাদের অনেকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি থাকতে পারে। তাই এ ধরনের কোন লোকের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়।
মনে রাখতে হবে, এলোকেশ, অপরিচ্ছন্ন জামা এবং ধূলাবালিপূর্ণ শরীরের কারণে তারা আল্লাহর মহব্বত ও কুরবত হাসিল করেননি; মূলত তারা বিপদে ধৈর্যধারণ, চরম দুরবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকা এবং প্রয়োজন পূরণে পাপের পথ এখতিয়ার না করার কারণে আল্লাহর নৈকট্যের মর্যাদা হাসিল করেছেন। হাদীসে যে অবস্থার উল্লেখ করা হয়েছে তা তাদের ইচ্ছাকৃত নয়, তারা বাধ্য হয়ে এ অবস্থার মধ্যে ছিলেন। কোন গরীব-মিসকীনকে তার আর্থিক অবস্থার কারণে ছিঃ! ছিঃ! দূর! দূর! করা মহা অন্যায়। আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে মর্যাদা দেয়া উচিত। অধিকন্তু তাদের অনেকের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি থাকতে পারে। তাই এ ধরনের কোন লোকের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)