মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৮০
রিকাক অধ্যায়
নিজের চেয়ে ধনী বা সুন্দর লোক দেখলে কি করতে হবে
৮০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যদি কোন ব্যক্তিকে দেখে যে সম্পদ ও চেহারা-সুরতের দিক থেকে তার চেয়ে শ্রেষ্ঠ, তাহলে সে যেন এমন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করে যে (এসব ব্যাপারে) তার চেয়ে নিকৃষ্ট। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : « إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যেক মানুষের যোগ্যতা, প্রভাব-প্রতিপতি, ঐশ্বর্য সমান নয়। আল্লাহ বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যোগ্যতা দিয়েছেন। যোগ্যতা ও ধন-দৌলতের বিভিন্নতার মধ্যে বড় হিকমত নিহিত রয়েছে। আল্লাহ দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের নিয়ামত ও ফযীলত দান করে তাঁর বান্দাদেরকে পরীক্ষা করেন। কোন কোন বান্দাকে সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি থেকে বঞ্চিত করেও পরীক্ষা করেন। কিন্তু মানুষ তার স্বভাব-সুলভ দুর্বলতার কারণে এই হাকীকত উপলব্ধি করতে পারে না। অন্যের ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি দেখে ঈর্ষা করে বা মনের মধ্যে দুঃখ অনুভব করে। কোন কোন সময় আফসোস করে, কেন সে এরকম প্রাচুর্য বা প্রভাব-প্রতিপত্তির অধিকারী হতে পারল না? এটা সুস্থ চিন্তা নয়, দুর্বল মানুষের মনের দুর্বলতা। এ ধরনের দুর্বল চিন্তা মানুষের মনে অশান্তির সৃষ্টি করে এবং অনেক সময় মানুষকে পাপপথে পরিচালিত করে। এ রোগ থেকে বাঁচবার একমাত্র পথ হল মানুষ নীচের দিকে তাকাবে। তার চেয়ে নিম্নস্তরে অবস্থানকারীর দুঃখ-কষ্ট, অভাব-অনটন এবং অসুবিধার প্রতি নজর দিলে মনের এ রোগ দূর হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান