মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৭৩
রিকাক অধ্যায়
নেক নিয়্যতে ধন উপার্জনের ফযীলত
৭৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে সমস্যা থেকে বাঁচবার, পরিবার-পরিজনের ভরণ-পোষণ করার এবং প্রতিবেশীদের সাথে সহানুভূতি প্রকাশ করার জন্য হালাল উপায়ে দুনিয়া তলব করে, সে কিয়ামতের দিন পূর্ণিমা রাতের চাঁদের চেহারা (উজ্জ্বল ও সুশোভিত) নিয়ে আল্লাহর সাথে মুলাকাত করবে এবং যে অতি মালদার হওয়ার, ফখর করার এবং প্রদর্শনের জন্য হালাল উপায়ে দুনিয়া তলব করে, সে আল্লাহর সাথে যখন মুলাকাত করবে তখন তিনি তার উপর ভীষণ রাগান্বিত থাকবেন। (বায়হাকী শুয়াবুল ঈমান এবং আবু নুআঈম: হিলইয়া)
کتاب الرقاق
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ طَلَبَ الدُّنْيَا حَلَالًا اسْتِعْفَافًا عَنِ الْمَسْأَلَةِ , وَسَعْيًا عَلَى أَهْلِهِ , وَتَعَطُّفًا عَلَى جَارِهِ لَقِىَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ وَوَجْهُهُ مِثْلُ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ , وَمَنْ طَلَبَ الدُّنْيَا مُفَاخِرًا مُكَاثِرًا مُفَاخِرًا مُرَائِيًا لَقِيَ اللهَ تَعَالَى وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ " . (رواه البيهقى فى شعب الايمان وابو نعيم فى الحلية)

হাদীসের ব্যাখ্যা:

অন্যের মুখাপেক্ষী না হওয়ার, পরিবার-পরিজনের ভরণ-পোষণ এবং পাড়া-প্রতিবেশীর সাহায্য-সহযোগিতা করার উদ্দেশ্যে হালাল উপায়ে দুনিয়া তলব বা ধন-সম্পদ উপার্জনের মধ্যে প্রচুর সওয়াব রয়েছে। এ ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর মহব্বত, কুরবত ও দিদার লাভ করবেন। আল্লাহ কিয়ামতের দিন এ ধরনের খোশ নসীব ব্যক্তির চেহারা উজ্জ্বল ও সুশোভিত করে দিবেন। পূর্ণিমার চাঁদের ন্যায় তার চেহারা সুন্দর ও নূরানী প্রভাযুক্ত হবে। অপরপক্ষে মালদার হওয়ার, মালের ফখর করার এবং প্রদর্শন করার উদ্দেশ্যে হালাল উপায়ে দুনিয়ায় ধন-দৌলত উপার্জন করলেও কোন সওয়াব পাওয়া যাবে না; বরং তাতে গুনাহ হবে। কিয়ামতের দিন আল্লাহ ঐ ধরনের ব্যক্তির উপর খুব ক্রোধান্বিত থাকবেন। বলা বাহুল্য, আল্লাহ যার উপর নারাজ থাকবেন তার আখিরাত বিলকুল বরবাদ হবে। আল্লাহ রিয়াকার, অহঙ্কারী ও মালের খাতিরে মাল উপার্জনকারীকে পসন্দ করেন না। তাই মাল উপার্জনের ক্ষেত্রে উপার্জনের পন্থা শুধু হালাল হলে চলবে না, বরং সম্পদ উপার্জনের উদ্দেশ্য বৈধ ও হালাল হতে হবে। অন্যথায় আখিরাত বরবাদ হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান