মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৭২
রিকাক অধ্যায়
ধনী মুত্তাকী গোপনে অবস্থানকারী বান্দাকে আল্লাহ পসন্দ করেন
৭২. হযরত সা'দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ মহব্বত করেন মুত্তাকী-মালদার, চোখের অন্তরালে অবস্থানকারী বান্দাকে। (মুসলিম)
کتاب الرقاق
عَنْ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ ، الْغَنِيَّ ، الْخَفِيَّ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
খালেসভাবে আল্লাহর জন্য যা করা হয় আল্লাহ তা পসন্দ করেন। রিয়া বা লোক দেখানো ইবাদত ইখলাস বিবর্জিত। তাই আল্লাহ তা অপসন্দ করেন। কিয়ামতের দিন আল্লাহ সেসব আমল গ্রহণ করবেন যে সব আমলের মধ্যে কোনরূপ রিয়া ছিল না, বরং শুধু তাঁর জন্যই করা হয়েছিল। যখন বান্দা চোখের অন্তরালে ইবাদত বা দান-খয়রাত করবে; তাতে রিয়া প্রবেশ করতে পারবে না। যে আবিদের ইবাদত মানুষের কাছে প্রচারিত নয় বা যে মালদারের দান-খয়রাত সম্পর্কে মানুষ ওয়াকিবহাল নয়, সে আবিদ বা মালদার ব্যক্তি রিয়ার ফিতনা থেকে মাহফুয বা নিরাপদ। তাই আল্লাহ রাব্বুল আলামীন মুত্তাকী মালদার মুখফী ব্যক্তিকে পসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)