মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৬৭
রিকাক অধ্যায়
মহানবী ﷺ একাধারে বহু রাত্রি না খেয়ে কাটিয়েছেন
৬৭. হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺ একাধারে বহু রাত না খেয়ে কাটিয়েছেন। তিনি ও তাঁর পরিবার-পরিজন বহুরাতে খাবার পাননি। (এবং যখন পেতেন) তাও হতো যবের রুটি। (তিরমিযী)
کتاب الرقاق
عَنْ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ اللَّيَالِي المُتَتَابِعَةَ طَاوِيًا وَأَهْلُهُ لَا يَجِدُونَ عَشَاءً وَكَانَ أَكْثَرُ خُبْزِهِمْ خُبْزَ الشَّعِيرِ » (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে রাসূল ﷺ-এর জীবনের করুণ অবস্থা বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল ﷺ ও তাঁর পরিবার-পরিজন একাধারে বহু রাত না খেয়ে কাটাতেন এবং যখন রাতের খাবার পেতেন তখন তা কোন উচুমানের হতো না, খুব সাধারণ খাদ্য। যবের রুটি পাওয়া গেলে খুশি হতেন, খেয়ে তৃপ্ত হতেন এবং আল্লাহর শোকর আদায় করতেন। খাদ্য না পেলে অসন্তুষ্ট হতেন না। সবর করতেন, আল্লাহর দরবারে দু'আ করতেন, তাঁর কাছে কাকুতি-মিনতি করতেন। ধৈর্যধারণ করে আবিদ হিসেবে মর্যাদা বৃদ্ধি করতেন। তাঁর অধিকাংশ আসহাবের অবস্থা প্রায় অনুরূপ ছিল। তিরমিযীর অপর এক হাদীস থেকে জানা যায়, কোন এক রাতে ক্ষুধার যন্ত্রণায় আবু বকর (রা) ও উমর (রা) রাস্তায় পায়চারী করছিলেন। এ অবস্থায় নবী করীম ﷺ-এর সংগে তাঁদের সাক্ষাত হয়। তিনি তাঁদেরকে জানালেন যে, তিনিও তাঁদের মত না খেয়ে রয়েছেন।
আল্লাহ তাঁদেরকে এবং তাঁদের সাথে সমস্ত মুসলমানদের আখিরাতের জীবনে নিয়ামতভরা জান্নাত দান করে চিরস্থায়ী সুখ দান করুন। হে দয়াময়! আমাদের যামানার ঈমানদাররা এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তাই আমাদের উপর রহম করুন। আমাদের জন্য অবস্থা সহজ করুন যাতে আমরা এ ধরনের কঠিন পরীক্ষা না দিয়ে দীনের কাজ করতে পারি।
আল্লাহ তাঁদেরকে এবং তাঁদের সাথে সমস্ত মুসলমানদের আখিরাতের জীবনে নিয়ামতভরা জান্নাত দান করে চিরস্থায়ী সুখ দান করুন। হে দয়াময়! আমাদের যামানার ঈমানদাররা এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তাই আমাদের উপর রহম করুন। আমাদের জন্য অবস্থা সহজ করুন যাতে আমরা এ ধরনের কঠিন পরীক্ষা না দিয়ে দীনের কাজ করতে পারি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)