মা'আরিফুল হাদীস
রিকাক অধ্যায়
হাদীস নং: ৬৬
রিকাক অধ্যায়
একাধারে দু'মাস হযরতের গৃহে উনুন জ্বলেনি
৬৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি উরওয়াকে বললেন: হে আমার বোনের ছেলে, দু'মাসে তিন চাঁদের উদয় আমরা দেখেছি, কিন্তু মুহাম্মদের বাসগৃহে আগুন (উনুন) জ্বালান হয়নি। আমি (উরওয়া) জিজ্ঞেস করলাম, কি জিনিস আপনাদেরকে বাঁচিয়ে রাখত। তিনি বললেন, খেজুর ও পানি। অবশ্য প্রতিবেশী আনসারদের দুগ্ধ দানকারী উটনী ছিল। (কোন কোন সময়) তারা আল্লাহর রাসূলের জন্য দুধ হাদিয়া পাঠাত, আমরা সে দুধ পান করতাম। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ : ابْنَ أُخْتِي « إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ ، ثُمَّ الهِلاَلِ ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ » ، فَقُلْتُ يَا خَالَةُ : مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ : " الأَسْوَدَانِ : التَّمْرُ وَالمَاءُ ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ ، فَيَسْقِينَا " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
যে গৃহে দু'মাসের মধ্যে উনুন জ্বালান হয়নি, সে গৃহের মানুষের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। তাঁরা যে কত নিদারুণ অভাব-অনটনের মধ্যে ছিলেন তা সহজে অনুমেয়। আল্লাহর নবী ও তাঁর পরিবার-পরিজন হাসিমুখে তা বরদাশত করেছেন। আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকলে বান্দা অপরাজেয় মনোবলের অধিকারী হন এবং পৃথিবীর কোন বাধাই তাকে দমিত ও পরাজিত করতে পারে না। তিনি সকল প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে নিজের লক্ষ্যে উপনীত হন। আল্লাহর যে সব বান্দা বিত্তের অধিকারী নন, তাঁরা নবী করীমের মিসকীনি যিন্দেগী থেকে সবক হাসিল করতে পারেন। গরীব অবস্থার মধ্যে যে সব আল্লাহর বান্দা নিজেদেরকে খুব ছোট ও হীন মনে করেন এবং এই কারণে আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছাতে অগ্রসর হন না, তাঁরা নবী করীমের অবস্থা নিজেদের চোখের সামনে রাখলে সহজে অগ্রসর হতে পারবেন এবং হীনমন্যতার ব্যাধি তাদের পথকে রুখতে পারবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)