মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৬৪
রিকাক অধ্যায়
নবী করীম ﷺ কোনদিন পেট পুরে যবের রুটি খেতে পাননি
৬৪. হযরত সাঈদ আল-মাকবুরী আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন একদিন আবু হুরায়রা (রা) কতিপয় লোকের নিকট গিয়েছিলেন। তাদের সামনে ভুনা বকরী ছিল। তারা তাঁকে খাওয়ার জন্য আহ্বান করলে, তিনি খেতে অস্বীকার করে বললেনঃ নবী ﷺ দুনিয়া থেকে এমন অবস্থায় চলে গেছেন যে, কোনদিন পেটপুরে যবের রুটি খেতে পাননি। (বুখারী)
کتاب الرقاق
عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ مَرَّ بِقَوْمٍ بَيْنَ أَيْدِيهِمْ شَاةٌ مَصْلِيَّةٌ ، فَدَعَوْهُ ، فَأَبَى أَنْ يَأْكُلَ ، وَقَالَ : « خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الدُّنْيَا وَلَمْ يَشْبَعْ مِنْ خُبْزِ الشَّعِيرِ » (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে আল্লাহর রাসূল ﷺ যে অবস্থায় মধ্যে ছিলেন, তার বিবরণ পাওয়া যায়। রাসূলুল্লাহ ﷺ-এর এ অবস্থা সম্পর্কে তাঁর আসহাবে কিরাম পূর্ণভাবে ওয়াকিবকাল ছিলেন। নবী করীম ﷺ-এর এ অবস্থা তাঁদের মনে কিরূপ কষ্ট দিত তা বর্ণনা করা নিষ্প্রয়োজন। আল্লাহর রাসূলের তিরোধানের পরও তাঁর সাহাবায়ে কিরামের সামনে কোন উত্তম খাদ্য আনা হলে তাঁদের মনে সে স্মৃতি ভেসে উঠত। হযরত আবূ হুরায়রা (রা) নবী করীম ﷺ-কে কত ভালবাসতেন তার প্রমাণ এ হাদীসে পাওয়া যায়। আল্লাহর নবীর স্মৃতি তাঁর মনে জেগে উঠার দরূণ তিনি উত্তম খাদ্য খেতে অস্বীকার করলেন। রাসূলের মহব্বতের অম্লান নমুনা প্রতিটি যুগের মু'মিনের ঈমান তাজা করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান