মা'আরিফুল হাদীস

রিকাক অধ্যায়

হাদীস নং: ৬৩
রিকাক অধ্যায়
একাধারে দু'দিন পেটপুরে না খেয়ে নবীর পরিবার
৬৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ﷺ-কে দুনিয়া থেকে উঠিয়ে নেয়া পর্যন্ত মুহাম্মদের পরিবার-পরিজন একাধারে দু'দিন পেট পুরে যবের রুটি খাননি। (বুখারী ও মুসলিম)
کتاب الرقاق
عَنْ عَائِشَةَ ، أَنَّهَا قَالَتْ : « مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ ، حَتَّى قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর রাসূল ﷺ ও তাঁর পরিবার-পরিজন একযোগে দু'দিন ও যবের রুটি খেতে পাননি। একদিন খেয়েছেন, অন্যদিন ভূখা থেকেছেন। এ অবস্থায় নবুওতের যিম্মাদারী পুরাপুরি পালন করেছেন। রিযকের অপ্রতুলতার কারণে ইসলামের প্রচারকার্য বন্ধ করে ঘরের কোণে আশ্রয় নেননি। এ থেকে একটা বিষয় খুবই স্পষ্ট হয়েছে যে, উপায়-উপকরণের অভাব, রিযকের অস্বচ্ছলতা প্রভৃতি ইসলামের পয়গাম মানুষের কাছে পৌছানোর কাজে বাধার সৃষ্টি করতে পারে না।

এমনকি না খেয়েও নবী করীম ﷺ যুদ্ধ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আখিরাতের মহব্বত এবং বাতিলকে পর্যুদস্ত ও পরাভূত করার দৃঢ় সংকল্প অপরাজেয় মনোবল সৃষ্টি করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান