মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১২৩
ঈমান অধ্যায়
জান্নাতীর অফুরন্ত প্রাচুর্য, যৌবন ও সুস্থতা চিরস্থায়ী
১২৩. হযরত আবু সায়ীদ (রা) ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক জান্নাতবাসীদের সম্বোধন করে বলবে, এখানে সুস্বাস্থ্য ও সুস্থতাই তোমাদের অধিকার তোমরা কখনো অসুস্থ হবে না, জীবিত থাকাই তোমাদের অধিকার, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না, তোমরা যৌবনের অধিকারী, কখনো তোমাদের বার্ধক্য আসবে না এবং তোমাদের জীবন প্রাচুর্যময়, কখনো তোমাদের অভাব-অনটন হবে না। -মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

জান্নাত শুধু শান্তি-সুখের আবাস। তাই সেখানে কোন কষ্ট ও কষ্টকর অবস্থার অস্তিত্বই থাকবে না। সেখানে না থাকবে অসুস্থতা, না আসবে মৃত্যু। আর না থাকবে বার্ধক্য আর না অন্য কোন প্রকার কষ্ট ও অভাব। জান্নাতবাসীরা যখন জান্নাতে পৌঁছবে, তখন শুরুতেই তাদেরকে আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জীবন ও চিরসুখের এ সুসংবাদ শুনিয়ে দিয়ে আশ্বস্ত করে দেয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান