মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১২৪
ঈমান অধ্যায়
সৃষ্ট জীব ও জান্নাতের সৃষ্টির উপকরণ
১২৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সৃষ্টকুলকে কিসের দ্বারা তৈরী করা হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: পানির দ্বারা। আমরা বললামঃ জান্নাত কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন: এক একটি করে সোনার এবং রূপার ইটের দ্বারা এবং তার মিশ্রণ মিশক আযফারের; তার কঙ্কল মণি-মুক্তা ও ইয়াকুতের এবং তার মাটি যাফরানের। যারা তাতে প্রবেশ করবে তারা প্রাচুর্যের মধ্যে থাকবে, তাদের কোন অভাব-অনটন থাকবে না, তাতে অনন্তকাল থাকবে, (কখনো) মরবে না, তাদের পোশাক-পরিচ্ছদ পুরান হবে না এবং তাদের যৌবন নিঃশেষ হবে না -মুসনাদে আহমাদ, তিরমিযী ও দারিমী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ مِمَّ خُلِقَ الخَلْقُ؟ قَالَ: مِنَ الْمَاءِ، قُلْتُ: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: لِبْنَةُ مِنْ ذَهَبٍ وَلِبْنَةُ مِنْ فِضَّةٍ ، وَمِلاَطُهَا الْمِسْكُ الأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَاليَاقُوتُ، وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ وَلاَ يَبْأَسُ، وَيَخْلُدُ وَلاَ يَمُوتُ، لاَ يَبْلَى ثِيَابُهُمْ، وَلاَ يَفْنَى شَبَابُهُمْ . (رواه احمد والترمذى والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রথমাংশে প্রাণীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। কুরআন শরীফে বলা হয়েছে:
وَاللّٰہُ خَلَقَ کُلَّ دَآبَّۃٍ مِّنۡ مَّآءٍ

"এবং প্রত্যেক প্রাণীকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন।" (সূরা নূর: ৪৫)
অন্যত্র বলা হয়েছে:

وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ

"এবং পানির দ্বারা আমি প্রতিটি জিনিসকে জীবন্ত করেছি।" (সূরা আম্বিয়া: ৩০)

পিতা-মাতার সম্মিলিত পানির দ্বারা যেভাবে মানুষের সৃষ্টি হয়েছে অনুরূপভাবে অন্যান্য জীব-জন্তুও সৃষ্টি হয়েছে। আমাদের মৃত পৃথিবীকেও আল্লাহ তাআলা পানির দ্বারা জীবিত করেন। শুধু তাই নয় আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন এবং পানির উপর তাঁর আরশ অবস্থিত ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান