মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১২৫
ঈমান অধ্যায়
জান্নাতবাসীদের প্রতি আল্লাহর চিরস্থায়ী সন্তোষ
১২৫. হযরত আবু সায়ীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা জান্নাতবাসীদেরকে বলবেন: হে জান্নাতবাসীগণ! তাঁরা জবাব দেবে, হে আমাদের রব! আমরা হাযির, আমরা হাযির আপনার পবিত্র দরবারে। যাবতীয় কল্যাণ আপনার হাতে। আল্লাহ্ বলবেন: তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব! কেন আমরা সন্তুষ্ট হব না? আপনি আপনার কোন সৃষ্টিকে যা দেননি তা আমাদের দিয়েছেন। আল্লাহ বলবেন: আমি কি তোমাদের এর চেয়েও উত্তম জিনিস দান করব না? তারা বলবে, হে আমাদের রব! হে আমাদের রব! সে কি জিনিস যা জান্নাত থেকে উত্তম? আল্লাহ্ বলবেন: আমি তোমাদেরকে আমার সন্তুষ্টি দান করছি। অতঃপর আমি কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
জান্নাত এবং তার তামাম নি'আমতে বান্দাদেরকে দেয়ার পর পুনরায় তাদেরকে যে প্রশ্ন করবেন, "তোমরা কি সুখী ও সন্তুষ্ট তা স্বয়ং এক পুরস্কার এবং তার সাথে সাথে চিরস্থায়ী সন্তুষ্ট থাকার উপহার এবং কখনও নারায না হওয়ার সুসংবাদ প্রদান করা যে কত বিরাট ইনাম এবং ইহসান এবং তখন জান্নাতবাসীগণ যে কত খুশী এবং সন্তুষ্ট হবেন তার এক বিন্দু পরিমাণ হাকীকতও যদি আমাদের পৃথিবীতে আমাদের অন্তরে ঢেলে দেয়া হত তাহলে দুনিয়ার কোন জিনিসের প্রতি আমাদের কোন আকর্ষণ থাকত না। অবশ্যই জান্নাত এবং তার যাবতীয় নি'আমত থেকে আল্লাহর সন্তুষ্টি অনেক উত্তম। ورضوان من الله اكبر
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)