মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১২২
ঈমান অধ্যায়
জান্নাতবাসীর পেশাব পায়খানা হবে না
১২২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জান্নাতবাসীগণ সেখানে পানাহার করবে। কিন্তু তারা থু-থু ফেলবে না, পেশাব-পায়খানা করবে না এবং নাক ঝাড়বেন না। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তাহলে খাদ্যের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : ঢেকুর এবং মিশকের ঘামের ন্যায় ঘাম হবে এবং তোমরা যেভাবে শ্বাস-প্রশ্বাস কর সেভাবে জান্নাতবাসীগণ আল্লাহর তাসবীহ্ ও তাহমীদ করবে। মুসলিম
کتاب الایمان
عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ، وَلَا يَتْفُلُونَ وَلَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ» قَالُوا: فَمَا بَالُ الطَّعَامِ؟ قَالَ: «جُشَاءٌ وَرَشْحٌ كَرَشْحِ الْمِسْكِ، يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّحْمِيدَ، كَمَا تُلْهَمُونَ النَّفَسَ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

বেহেশতী জীবন যাবতীয় মলিনতা থেকে পবিত্র। জান্নাতে পার্থিব জীবনের কোনরূপ অসুবিধা তাদের স্পর্শ করবে না। পানাহার করবে কিন্তু তাতে কোনরূপ ময়লা সৃষ্টি হবে না। তা ঢেকুর ও ঘামে পরিণত হয়ে শরীর থেকে বের হয়ে যাবে। ঘামও দুর্গন্ধ হবে না। বরং তা মিশকের ন্যায় সুগন্ধি হবে।

বিঃ-দ্রঃ আখিরাতের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর জিনিসের সদৃশ হলেও গুণ ও মানের দিক দিয়ে স্বতন্ত্র ও উৎকৃষ্ট হবে। তাই জান্নাতবাসীর শরীরের উপর তাদের প্রতিক্রিয়াও ভিন্ন ও উৎকৃষ্ট হবে।
মানুষের শ্বাস-প্রশ্বাসের ন্যায় আলহামদুল্লিাহ ও সুবহানাল্লাহর ধ্বনিতে জান্নাত সর্বদা গুঞ্জরিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান