মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১২১
ঈমান অধ্যায়
জান্নাতের গাছের ছায়া একশ' বছরেও অতিক্রম করা যাবে না
১২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বেহেশতের মধ্যে এমন এক গাছ রয়েছে যার ছায়া একজন সওয়ার একশ' বছরেও অতিক্রম করতে পারবে না এবং জান্নাতের মধ্যে তোমাদের কারো একটি ধনুকের পরিমাণ স্থানও বিশ্বজগৎ থেকে উৎকৃষ্ট যেখানে সূর্য উদিত ও অস্তমিত হয়।-বুখারী
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الجَنَّةِ ، خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَوْ تَغْرُبُ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

ধনুক রাখার স্থান চাবুক রাখার স্থানের মত এবং তার দ্বারা এমন ক্ষুদ্রতম স্থান বুঝান হয়েছে যা একজন মসাফিরের বিশ্রাম করার জন্য প্রয়োজন হয়। কিন্তু জান্নাতের এমন ক্ষুদ্রতম স্থানও সারা দুনিয়ার চেয়ে উত্তম। কিয়ামতের দিন জান্নাতী ও জাহান্নামী উপলব্ধি করতে পারবে যে, জান্নাতের সামান্যতম স্থানের মূল্য ও গুরুত্ব কত বেশী। অপরাধী উপলব্ধি করবে যে, দুনিয়ার যিন্দেগীতে যত ধনদৌলত উপার্জন করে থাকুক না কেন তা তার জন্য নিষ্ফল হয়ে গেছে এবং গোটা দুনিয়ার ধনদৌলতও তার কোন কাজে আসবে না।
জান্নাতের এক টুকরার মধ্যে যে অগণিত নি'আমত এবং সাজসরঞ্জাম রয়েছে তা দেখে জান্নাতী ব্যক্তি উৎফুল্ল ও আনন্দিত হবে। দুনিয়ার জীবনে সে যে দুনিয়াকে অকিঞ্চিতকর মনে করত তার বাস্তব প্রমাণ সে আখিরাতে পাবে এবং তার মনে হবে যে, আল্লাহর দীনকে কায়েম করার জন্য আরও বেশী চেষ্টা সাধনা করলে সে আরও উচ্চ মর্যাদার অধিকারী হত।

আখিরাতের জীবন লাভে যারা চেষ্টা সাধনা করে আল্লাহ্ তা'আলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয়ই দান করেন। কিন্তু যারা শুধুমাত্র দুনিয়া হাসিল করতে চায় তারা আখিরাত থেকে বঞ্চিত হবে এবং দুনিয়ার আরাম-আয়েশ ততটুকু হাসিল করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তাদের জন্যে লিখে রেখেছেন। তারা আখিরাতের সাফল্যের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে থাকলে দুনিয়ার জীবনের হিসসা যা লাভ করেছে তা থেকে একবিন্দু পরিমাণও কম পেত না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান