মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১১৭
ঈমান অধ্যায়
জান্নাতী জাহান্নামীর পক্ষে সুপারিশ করবেন
১১৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দোযখবাসীগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এবং একজন জান্নাতবাসী তাদের নিকট দিয়ে যাবে। সাবির মধ্য থেকে একজন বলবে, হে অমুক! তুমি কি আমাকে চিনতে পারনি? আমি তোমাকে পানীয় পান করতে দিয়েছিলাম তাদের কোন কোন লোক বলবে, আমি তোমাকে ওযুর পানি দিয়েছিলাম। জান্নাতী ব্যক্তি উক্ত জাহান্নামীর পক্ষে সুপারিশ করবে। অতঃপর তাকে জান্নাতে দাখিল করা হবে। -ইবনে মাজা
کتاب الایمان
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَصُفُّ أَهْلُ النَّارِ فَيَمُرُّ بِهِمُ الرَّجُلُ مِنْ اَهْلِ الْجَنَّةِ فَيَقُوْلُ الرَّجُلُ مِنْهُمْ يَا فُلَانُ اَمَا تَعْرِفْنِىْ اَنَا الَّذِىْ سَقَيْتُكَ شَرْبَةً وَقَالَ بَعْضُهُمْ اَنَا الَّذِىْ وَهَبْتُ لَكَ وَضُوْءً فَيَشْفَعُ لَهُ فَيُدْخِلُهُ الْجَنَّةَ . (رواه ابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, দুনিয়ার যিন্দেগীতে সৎকর্মশীল ব্যক্তিদের সাথে যে সম্পর্ক রক্ষা করে সে আখিরাতে ইনশাআল্লাহ ফায়দা হাসিল করবে। অবশ্য এ ফায়দা হাসিল করতে হলে ঈমান থাকতে হবে।

আফসোস! এসব ব্যাপারে যেরূপ মূর্খ লোক অনেক খোশ-চিন্তার মধ্যে রয়েছে সেরূপ অনেক বিদ্বান লোক কঠিন দ্বিধা-দ্বন্দের মধ্যে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান