মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ১১৬
ঈমান অধ্যায়
কোন কোন লোক বহু লোকের শাফা'আত করবে
১১৬. হযরত আবু সায়ীদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমার উম্মতের কোন কোন লোক জামা'আতের (সমষ্টির) শাফা'আত করবে কোন কোন লোক গোত্রের শাফা'আত করবে, কোন কোন লোক ছোট ছোট গ্রুপের শাফা'আত করবে, কোন কোন লোক শাফা'আত করবে এক ব্যক্তির এবং তারা শেষ পর্যন্ত (যাদের জন্য শাফা'আত করা হবে) জান্নাতে পৌঁছে যাবে। -তিরমিযী
کتاب الایمان
عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَشْفَعُ لِلْفِئَامِ مِنَ النَّاسِ وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْقَبِيلَةِ، وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْعَصَبَةِ، وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلرَّجُلِ حَتَّى يَدْخُلُوا الجَنَّةَ. (رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান