মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৯৯
ঈমান অধ্যায়
ঈমানদার লোকের জন্য কিয়ামতের দিনটি সহজ ও সংক্ষিপ্ত হবে
৯৯. হযরত আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে হাযির হয়ে আরয করলেন, আমাকে বলুন, কিয়ামতের দিন সম্পর্কে মহামহিম আল্লাহ্ বলেছেনঃ "লোকেরা সেদিন রাব্বুল আলামীনের সামনে দাঁড়াবে", সেদিন দাঁড়াবার মত কার সাহস শক্তি থাকবে? রাসূল (ﷺ) বললেন: দিনটি মুমিন ব্যক্তির জন্য হালকা করে দেয়া হবে, এমনকি তার জন্য ফরয নামাযে দাঁড়ানোর ন্যায় তা সহজ করে দেয়া হবে। -বায়হাকী আল-বা'আসু ওয়াননুশুর প্রন্থে
کتاب الایمان
عَنْ اَبِىْ سَعِيْدِ الْخُدْرِىْ، اَنَّهُ اَتَى رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ اَخْبِرْنِىْ مَنْ يَّقْوِىْ عَلَى الْقِيَامِ يَوْمَ الْقِيَامَةِ الَّذِىْ قَالَ عَزَّوَ جَلَّ {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ} فَقَالَ يُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُوْنَ عَلَيْهِ كَالصَّلَوةِ الْمَكْتُوْبَةِ (رواه البيهقى فى البعث والنشور)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ) আলোচ্য হাদীসে হযরত আবু সাঈদ খুদরী (রা) কে যে জবাব দিয়েছেন তার ইশারা কুরআন শরীফে বিদ্যমান রয়েছে। সুরা মুদ্দাসসীবে বলা হয়েছেঃ-
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ. فَذٰلِکَ یَوۡمَئِذٍ یَّوۡمٌ عَسِیۡرٌ. عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ
যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন সেদিন কাফেরদের জন্য খুব কঠিন হবে, তাদের জন্য (মোটেই) সহজ হবে না। এ থেকেও অনুমিত হয় যে এ কঠিন ভয়াবহ দিন ঈমানদারদের জন্য ভয়াবহ ও কঠিন হবে না। বরং সে দিনকে তাদের জন্য সহজ এবং হালকা করে দেয়া হবে।"
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ. فَذٰلِکَ یَوۡمَئِذٍ یَّوۡمٌ عَسِیۡرٌ. عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ
যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন সেদিন কাফেরদের জন্য খুব কঠিন হবে, তাদের জন্য (মোটেই) সহজ হবে না। এ থেকেও অনুমিত হয় যে এ কঠিন ভয়াবহ দিন ঈমানদারদের জন্য ভয়াবহ ও কঠিন হবে না। বরং সে দিনকে তাদের জন্য সহজ এবং হালকা করে দেয়া হবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)