মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৯৮
ঈমান অধ্যায়
সহজ হিসাব: আমলনামার প্রতি নযর দেয়া এবং মাফ করা
৯৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর কোন নামাযে এ দু‘আ করতে শুনেছিঃ "হে আল্লাহ! আমার হিসাব সহজভাবে গ্রহণ করিও। আমি বললাম, হে আল্লাহর নবী! সহজ হিসাবের অর্থ কি? তিনি বললেনঃ বান্দার আমলনামা দেখা হবে এবং তার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। হে আয়েশা! সেদিন যার হিসাব সম্পর্কে জেরা হবে, সে বরবাদ হবে। মুসনাদে আহমাদ
کتاب الایمان
عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزَ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ . (رواه احمد)