মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৯৭
ঈমান অধ্যায়
আমলের পাল্লায় সবকিছুর তুলনায় আল্লাহর নামের ওজন বেশী হবে
৯৭. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে আমার উম্মতের মধ্য থেকে এক বাক্তিকে বেছে নেবেন। তিনি তার সামনে আমলের রেকর্ড সম্বলিত ৯৯টি কিতাব উন্মুক্ত করবেন। প্রত্যেক কিতাবের দৈর্ঘ্য দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতঃপর তিনি তাকে বলবেন। এ থেকে তুমি কি কিছু অস্বীকার করতে পার? আমার রেকর্ডকারী ফিরিশেতারা কি তোমার উপর কিছু যুলুম করেছে? সে বলবে, হে রব না। আল্লাহ বলবেন: তোমার কি কোন কৈফিয়ত দেয়ার আছে? সে বলবে, হে রব! না। আল্লাহ বলবেন: হাঁ আমার উপর তোমার একটা সৎকর্ম রয়েছে এবং আজ তোমার উপর কোন যুলুম করা হবে না। অতঃপর কাগজের একটি টুকরা বের করা হবে যাতে লিখা থাকবে, "আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তাঁর দাস ও রাসূল।" আল্লাহ তাঁকে বলবেন: তোমার আমলের ওজনের কাছে হাযির হও। সে বলবে, হে রব! এসব রেকর্ডের সাথে এ টুকরার কি তুলনা হতে পারে? আল্লাহ বলবেনঃ তোমার উপর কোন যুলুম করা হবে না। রাসূল (ﷺ) বলেন: অতঃপর পাল্লার একদিকে কাগজের টুকরাটি এবং অপরদিকে যাবতীয় রেকর্ড রাখা হবে। রেকর্ডের পাল্লা হালকা হবে এবং কালেমার কার্ড ভারী হবে। আল্লাহর নামের সামনে কোন জিনিস ভারী হতে পারে না। -তিরমিযী, ইবনে মাজা
کتاب الایمان
عَنْ عَبْدِ اللهِ بْنَ عَمْرٍو ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلاً مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الخَلاَئِقِ يَوْمَ القِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ البَصَرِ، ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الحَافِظُونَ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: أَفَلَكَ عُذْرٌ؟ فَيَقُولُ: لاَ يَا رَبِّ، فَيَقُولُ: بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً، فَإِنَّهُ لاَ ظُلْمَ عَلَيْكَ اليَوْمَ، فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولُ: احْضُرْ وَزْنَكَ، فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ البِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلاَّتِ، فَقَالَ: إِنَّكَ لاَ تُظْلَمُ، قَالَ: فَتُوضَعُ السِّجِلاَّتُ فِي كَفَّةٍ وَالبِطَاقَةُ فِي كَفَّةٍ، فَطَاشَتِ السِّجِلاَّتُ وَثَقُلَتِ البِطَاقَةُ، فَلاَ يَثْقُلُ مَعَ اسْمِ اللهِ شَيْءٌ. (رواه الترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ব্যাখ্যাতা এ হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে, কুফর এবং শিরক থেকে বের হওয়ার সময় প্রথমবার যে কালেমা পাঠ করে ঈমান এবং ইসলাম কবুল করা হয় কিয়ামতের দিন আমল ওজন করার সময় তার প্রভাব এ ধরনের হবে এবং এ কালেমার কারণে পূর্ববর্তী যাবতীয় গুনাহ বে-ওজন হয়ে যাবে। পূর্ববর্তী এক হাদীসে বলা হয়েছেঃ-
إن الإسلام يهدم ما كان قبله
অর্থাৎ "ইসলাম কবুল করার কারণে পূর্ববর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।"
আলোচ্য হাদীসের ব্যাখ্যা এরূপও করা হয়েছে যে, হাদীসে বর্ণিত অবস্থা সেই ব্যক্তির যে দীর্ঘদিন গাফলতির মধ্যে ছিল এবং একের পর এক গুনাহের কাজে সে লিপ্ত ছিল এবং তার রেকর্ড ফিরিশতারা লিপিবদ্ধ করেছিলেন। অতঃপর আল্লাহ্ তাকে তওফিক দান করেছিলেন এবং সে অন্তরের অন্তঃস্থল থেকে পূর্ণ আন্তরিকতা সহকারে কালেমায়ে শাহাদাত এবং কালেমায়ে ঈমানের মাধ্যমে আল্লাহ্ তাঁর রাসূলের সাথে ঈমানী সম্পর্ক সঠিক করেছিল এবং এ অবস্থায় তার মৃত্যুও হয়েছিল।
إن الإسلام يهدم ما كان قبله
অর্থাৎ "ইসলাম কবুল করার কারণে পূর্ববর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।"
আলোচ্য হাদীসের ব্যাখ্যা এরূপও করা হয়েছে যে, হাদীসে বর্ণিত অবস্থা সেই ব্যক্তির যে দীর্ঘদিন গাফলতির মধ্যে ছিল এবং একের পর এক গুনাহের কাজে সে লিপ্ত ছিল এবং তার রেকর্ড ফিরিশতারা লিপিবদ্ধ করেছিলেন। অতঃপর আল্লাহ্ তাকে তওফিক দান করেছিলেন এবং সে অন্তরের অন্তঃস্থল থেকে পূর্ণ আন্তরিকতা সহকারে কালেমায়ে শাহাদাত এবং কালেমায়ে ঈমানের মাধ্যমে আল্লাহ্ তাঁর রাসূলের সাথে ঈমানী সম্পর্ক সঠিক করেছিল এবং এ অবস্থায় তার মৃত্যুও হয়েছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)