মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৯৬
ঈমান অধ্যায়
কিয়ামতের দিন হক্কুল ইবাদের বিচার
৯৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে আসন গ্রহণ করল, অতঃপর বলল, হে আল্লাহর রাসূল! আমার কয়েকটি ক্রীতদাস আছে। তারা আমার সাথে মিথ্যা বলে, আমার সম্পদের খিয়ানত করে এবং আমার অবাধ্যচরণ করে। আমি তাদেরকে গালি দেই, মারপিট করি, তাদের সম্পর্কে (কিয়ামতে) আমার কি হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তারা তোমার যে খেয়ানত করেছে, তোমার অবাধ্যতা করেছে, তোমার সাথে মিথ্যা বলেছে আর তুমি তাদের যে শাস্তি দিয়েছ কিয়ামতের দিন তার হিসাব নেয়া হবে। তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের সমপরিমাণ হলে কোন কথা নেই, তুমি কিছু পাবে না এবং তোমাকে কিছু দিতে হবে না। তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হলে তুমি তোমার হক লাভ করবে। আর তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় বেশী হলে তাদেরকে তোমার নিকট থেকে প্রতিশোধ নেয়া হবে। অতঃপর সে একপ্রান্তে সরে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগল। রাসূল (ﷺ) বললেন: তুমি কি আল্লাহর বাণী পাঠ করনি: "কিয়ামতের দিন, আমরা ইনসাফের পাল্লা কায়েম করব, ফলে কারো প্রতি সামান্য যুলুমও হবে না। বিন্দু পরিমাণ আমল হলেও আমরা হাযির করব। আর হিসাব সম্পন্ন করার জন্য আমরাই যথেষ্ট।" (সূরা আম্বিয়া: ৪৭) সে বলল, তাদেরকে পৃথক করে দেয়া ছাড়া আমার এবং তাদের জন্য মঙ্গলজনক কিছু পাচ্ছি না। আপনি সাক্ষী থাকুন, আমি তাদেরকে আযাদ করে দিলাম। তিরমিযী
کتاب الایمان
عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا قَعَدَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مَمْلُوكِينَ يُكَذِّبُونَنِي وَيَخُونُونَنِي وَيَعْصُونَنِي، وَأَشْتُمُهُمْ وَأَضْرِبُهُمْ فَكَيْفَ أَنَا مِنْهُمْ؟ قَالَ: «يُحْسَبُ مَا خَانُوكَ وَعَصَوْكَ وَكَذَّبُوكَ وَعِقَابُكَ إِيَّاهُمْ، فَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ بِقَدْرِ ذُنُوبِهِمْ كَانَ كَفَافًا، لَا لَكَ وَلَا عَلَيْكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ دُونَ ذُنُوبِهِمْ كَانَ فَضْلًا لَكَ، وَإِنْ كَانَ عِقَابُكَ إِيَّاهُمْ فَوْقَ ذُنُوبِهِمْ اقْتُصَّ لَهُمْ مِنْكَ الفَضْلُ». قَالَ: فَتَنَحَّى الرَّجُلُ وَجَعَلَ يَهْتِفُ وَيَبْكِي ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَمَا تَقْرَأُ كِتَابَ اللَّهِ {وَنَضَعُ المَوَازِينَ القِسْطَ لِيَوْمِ القِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ }. فَقَالَ الرَّجُلُ: مَا أَجِدُ لِي وَلِهَؤُلَاءِ شَيْئًا خَيْرًا مِنْ مُفَارَقَتِهِمْ، أُشْهِدُكَ أَنَّهُمْ كُلُّهُمْ أَحْرَارٌ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
ঈমানের এটাই প্রকৃত অবস্থা। ঈমানদারদের আমল এধরনের হওয়াটা বাঞ্ছনীয়। যে জিনিসে আখিরাতের অমঙ্গল রয়েছে তাতে দুনিয়ার কল্যাণ নিহিত থাকলেও তা পরিহার করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)