মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ১০০
ঈমান অধ্যায়
রাত জেগে ইবাদতকারীদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ
১০০. আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন মানুষকে এক প্রশস্ত সমতল ভূমিতে একত্রিত করা হবে। অতঃপর এক ঘোষণাকারী ডেকে বলবে, যারা রাতের বেলা নিজেদেরকে বিছানা থেকে পৃথক রাখত? তারা কোথায়? তাঁরা উঠে দাঁড়াবে এবং তাদের সংখ্যা খুব কম হবে। অতঃপর তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অতঃপর সকল মানুষকে হিসাবের সম্মুখীন হওয়ার জন্য হুকুম করা হবে। -বায়হাকীর শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُحْشَرُ النَّاسُ فِي صَعِيدٍ وَاحِدٍ يَوْمَ الْقِيَامَةِ فَيُنَادِي مُنَادٍ فَيَقُولُ: أَيْنَ الَّذِينَ كَانَتْ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ , فَيَقُومُونَ وَهُمْ قَلِيلٌ فَيُدْخَلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، ثُمَّ يُؤْمَرُ سَائِرُ النَّاسِ الى الحساب". (رواه البيهقى فى شعب الايمان)