মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৮৬
ঈমান অধ্যায়
আল্লাহ্ মৃতকে জীবিত করবেন
৮৬. হযরত আবু রযীন আল উকাইল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ কিভাবে তার মাখলুককে পুনঃজীবন দান করবেন এবং এর কী নিদর্শন তাঁর সৃষ্টির মধ্যে রয়েছে? তিনি বললেন: তুমি কি কখনো তোমার কাওমের উপত্যকা এমন অবস্থায় অতিক্রম করনি যখন তা শস্যহীন ছিল, অতঃপর তা এমন অবস্থায় অতিক্রম করনি যখন শস্য-শ্যামল ছিল? আমি বললাম, হাঁ। তিনি বললেন: ইহাই আল্লাহর মখলুকের মধ্যে তাঁর নিদর্শন এবং এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করবেন। -রযীন
کتاب الایمان
عَنْ أَبِي رَزِيْنٍ الْعُقَيْلِىْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُعِيدُ اللَّهُ الْخَلْقَ وَمَا اٰيَةُ ذَالِكَ فِىْ خَلْقِهِ قَالَ اَمَا مَرَرْتَ بِوَادِىْ قَوْمِكَ جَدْبًا ثُمَّ مَرَرْتَ بِهِ يَهْتَزُّ خَضِرًا قُلْتُ نَعَمْ قَالَ فَتِلْكَ اٰيَةُ اللهِ فِىْ خَلْقِهِ كَذَالِكَ يُحْيِى اللهُ الْمَوْتٰى (واه رزين)
tahqiqতাহকীক:তাহকীক চলমান