মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮৭
ঈমান অধ্যায়
কিয়ামতের দৃশ্য চোখে দেখার জন্য কুরআনের সূরা সমূহের তিলাওয়াত
৮৭. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কিয়ামতের দৃশ্য স্বচক্ষে দেখে খুশী হতে চায়-সে যেন সূরা কুব্বিরাত, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক তিলাওয়াত করে। -আহমদ, তিরমিজী
کتاب الایمان
عَنِ ابْنَ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ فَلْيَقْرَأْ: إِذَا الشَّمْسُ كُوِّرَتْ، وَإِذَا السَّمَاءُ انْفَطَرَتْ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ (رواه احمد والترمذى)