মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮৫
ঈমান অধ্যায়
হযরত ইসরাফিল (আ) মুখে শিঙ্গা ধারণ করে রয়েছেন
৮৫. হযরত আবু সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কিভাবে নিশ্চিন্তে আরাম-আয়েশ ও আনন্দ-স্ফূর্তিতে মগ্ন থাকতে পারি। অথচ শিঙ্গার অধিকারী ফেরেশতা (ইসরাফিল) শিঙ্গা মুখে ধারণ করে নিজের কান পেতে এবং নিজের কপাল নত করে অপেক্ষা করছেন কখন তাঁকে শিঙ্গায় ফুঁ দেয়ার হুকুম করা হয়। সাহাবাগণ বললেনঃ হে আল্লাহর রাসূল। তাহলে আপনি আমাদের কি হুকুম করেন? তিনি বললেন: তোমরা বল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক। -তিরমিযী
کتاب الایمان
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الصُّوْرِ قَدِ الْتَقَمَهُ ، وَأَصْغَى سَمْعَهُ وَقَنَى جَبْهَتَهُ، يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: " قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী, বিশ্বের যাবতীয় জিনিস একদিন লয় হবে। চিরস্থায়ী একমাত্র আল্লাহ। তিনি অনাদি, অনন্ত। তিনি দুনিয়াকে ধ্বংস করে মানুষ ও জিনকে আখিরাতের আদালতে হাযির করার জন্য ইনতেজাম করে রেখেছেন। আল্লাহর হুকুম পালন করার জন্য ফেরেশতাও নিয়োজিত রয়েছেন। যখন আল্লাহ হুকুম করবেন তখন তা কার্যকরী করা হবে। দুনিয়া, আসমান ও মধ্যবর্তী সব কিছু ধ্বংস করা হবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে যিনি জ্ঞাত তিনি কোনভাবে দুনিয়ার যিন্দেগীর আরাম-আয়েশে নিজেকে লিপ্ত করতে পারেন না। উনি জানেন, অতি সত্বর বিপদ উপস্থিত হবে, কঠিন অবস্থায় সৃষ্টি হবে তিনি কি করে শান্তিতে জীবন যাপন করতে পারেন? আলোচ্য হাদীসে এই অবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাই নবী করীম (ﷺ) যেরূপ কিয়ামত সম্পর্কে উদ্বিগ্ন থাকতেন সেরূপ উদ্বিগ্ন আমাদেরও থাকতে হবে। কিয়ামত সম্পর্কে সতর্ক থাকলে দুনিয়ার যিন্দেগীর প্রলোভন আমাদেরকে কর্তব্য বিমুখ করতে পারবে না। সৎকমশীল ব্যক্তিগুণই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামীনের রহমত ও আশ্রয় লাভ করতে পারবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)