মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৮১
ঈমান অধ্যায়
কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেঃ পৃথিরীর প্রত্যেক প্রাণীর একশত বছরে মৃত্যু
৮১. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ)-কে তাঁর ইন্তেকালের একমাস পূর্বে বলতে শুনেছি। তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে থাক। তার জ্ঞান একমাত্র আল্লাহর নিকট। আল্লাহর শপথ! পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই যে, তার উপর দিয়ে একশত বছর অতিক্রান্ত হবে এবং সে তখনও জীবিত থাকবে। -মুসলিম
کتاب الایمان
عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ بِشَهْرٍ: «تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ؟، وَإِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللهِ، وَأُقْسِمُ بِاللهِ مَا عَلَى الْأَرْضِ مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ تَأْتِي عَلَيْهَا مِائَةُ سَنَةٍ وَهِىَ حَيَّةٌ يَوْمَئِذٍ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

কুরআন এবং হাদীস শরীফ থেকে অবগত হওয়া যায় যে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে অনেক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করত। তিনি সকল প্রশ্নকারীকে যে জবাব দিতেন তা আলোচ্য হাদীসে উল্লিখিত হয়েছে কিয়ামতের নির্ধারিত সময় সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ্ তা'আলারই রয়েছে। অর্থাৎ একমাত্র তিনি জানেন কোন সালের কোন মাসের কোন তারিখ তা সংঘঠিত হবে। এ জ্ঞান তিনি অন্য কাউকেও দেননি। এ প্রশ্নের জবাব ছাড়াও রাসূলুল্লাহ (ﷺ) আরও একটা বিষয় বর্ণনা করেছেন যে, তখন যত লোক দুনিয়াতে ছিল একশত বছরের মধ্যে তাদের সকলের মৃত্যু হবে। তিনি একথা বলতে চেয়েছেন যে, কিয়ামতের জ্ঞান তাঁর নেই কিন্তু আল্লাহ তা'আলা তাঁকে একথা অবহিত করেছেন যে, মানুষের এ নসল এবং যুগ একশত বছরের মধ্যে অবসান হবে। এবং তখন যারা জীবিত তারা একশত বছরের মধ্যে মৃত্যুবরণ করবে। অর্থাৎ তাঁদের কিয়ামত একশত বছরের মধ্যেই শুরু হবে।

বিঃ দ্রঃ কিয়ামত কখন সংঘটিত হবে সে জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ। কিয়ামত দূরবর্তী না সন্নিকটবর্তী এ নিয়ে মাথা ঘামান উচিত নয়। প্রত্যেক ব্যক্তির একথা চিন্তা করা উচিত যে, সে কিয়ামতের জন্য কি পাথেয় সঞ্চয় করেছে। কারণ জীবন-মৃত্যুর সীমান্ত অতিক্রম করার সাথে সাথে মানুষ কিয়ামতের প্রথম মনযিলে পদার্পণ করে। বারযাখের জীবন কিয়ামতের আখেরী মনযিলের সাথে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান