মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮২
ঈমান অধ্যায়
দুনিয়া থেকে আল্লাহর স্মরণকারীগণ নিঃশেষ হয়ে যাওয়ার পর কিয়ামত অনুষ্ঠিত হবে
৮২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যতক্ষণ দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা (সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার মত নিকৃষ্ট সময় না আসবে) ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। অন্য রেওয়ায়েতে আছে। এমন কোন বাক্তির উপর কিয়ামত অনুষ্ঠিত হবে না যে আল্লাহ আল্লাহ বলবে। -মুসলিম
کتاب الایمان
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ : اللهُ، اللهُ " وَفِىْ رِوَايَةٍ لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ: اللهُ، اللهُ " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়ার বুকে যতক্ষণ আল্লাহ বিশ্বাসীগণ বাস করবেন ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। এমন কি একজন মানুষও আল্লাহর হুকুম মানার মত থাকলে আল্লাহ আসমান যমীনের নি'আমত চালু রাখবেন এবং তাঁর বান্দাদেরকে দুনিয়ার যিন্দেগীর অবকাশ দেবেন। বস্তুতঃ আল্লাহর হুকুম পালন, আল্লাহর যিকির এবং আল্লাহর ইবাদত এ বিশ্বের প্রাণস্বরূপ। যতদিন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসব নেককাজ করবে ততদিন দুনিয়া বেঁচে থাকবে। রূহ ছাড়া যেরূপ আমাদের দেহ বাঁচতে পারে না, ঠিক দুনিয়াও তার রূহ ছাড়া বাঁচতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)