মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৮০
ঈমান অধ্যায়
কিয়ামত এক বিদির্ণ কাপড় সদৃশ যার শেষ সূতাটিও ছিড়ে বিচ্ছিন্ন হতে চায়
৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়া এমন এক কাপড় সাদৃশ্য যা একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছে। কেবল শেষ প্রান্তে একটা সেলাই অবশিষ্ট আছে এবং এই শেষ সেলাইটুকুও অচিরেই ছিড়ে বিচ্ছিন্ন হতে চায়। -বায়হাকী শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَثَلُ هَذِةِ الدُّنْيَا مِثْلُ ثَوْبٍ شُقَّ مِنْ اَوَّلِهِ اِلىٰ اٰخِرِهِ فَبَقِىَ مُتَعَلِّقًا بِخَيْطٍ فِىْ اٰخِرِهِ فَيُوْشَكُ ذَالِكَ الْخَيْطُ اَنْ يَّنْقَطِعَ (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসেও অন্যান্য হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে যে, কিয়ামত অত্যন্ত সন্নিকটবর্তী। কিয়ামত দূরবর্তী মনে করে আমলের ক্ষেত্রে যাতে কোন দুর্বলতা না দেখান হয় তার প্রতিই নবী (ﷺ) গুরুত্ব আরোপ করেছেন। বরং দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, কিয়ামতের আগমন অবশ্যম্ভাবী এবং এটা এমন এক মহাঘটনা যার জন্য সর্বদা চিন্তা-ভাবনা করা এবং প্রস্তুত থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)