মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৭৯
ঈমান অধ্যায়
কিয়ামত

নবী (ﷺ)-এর আগমন ও কিয়ামত পাশাপাশি দু'টো আঙ্গুলের ন্যায়
৭৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের ন্যায়। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ» (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ (ﷺ) প্রথমা এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে ইরশাদ করেছেন, তাঁর এবং কিয়ামতের মধ্যে এতটুকু নৈকট্য রয়েছে যতটুকু নৈকট্য দু'টো আঙ্গুলের মধ্যে রয়েছে। সম্ভবতঃ তার অর্থ হল, আল্লাহ তা'আলা এ দুনিয়ার জন্য যত যুগ নির্ধারণ করে রেখেছেন তা খতম হয়ে গিয়েছে এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর আবির্ভাবের সময় থেকে যে যুগ শুরু হয়েছে এবং যা কিয়ামতের সময় খতম হবে তা হল আখেরী যুগ। রাসূলুল্লাহ্ (ﷺ) এবং কিয়ামতের মধ্যবর্তী সময়ে কোন নতুন নবীর আবির্ভাব হবে না এবং নতুন উম্মতও সৃষ্টি হবে না। তাই কিয়ামতকে দূরবর্তী মনে করে কিয়ামত সম্পর্কে গাফিল এবং উদাসীন হওয়া যাবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান