মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৪০
ঈমান অধ্যায়
সে মুসলমান নয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়
৪০. হযরত আবূ শুরায়হ আল-খুযাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহর শপথ, সে মুসলমান নয়, আল্লাহর শপথ সে মুসলমান নয়, আল্লাহর শপথ সে মুসলমান নয়। জিজ্ঞেস করা হল; হে আল্লাহর রাসূল (ﷺ) সে কে? তিনি বললেন: যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। -বুখারী
کتاب الایمان
عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

প্রতিবেশীর সাথে এমন সুন্দর ও ভদ্র আচরণ করা উচিত যাতে তার মনে আমাদের সম্পর্কে এই আস্থা সৃষ্টি হতে পারে যে আমরা তাকে অত্যাচার করব না। অর্থাৎ সে আমাদের সম্পর্কে পূর্ণ আশঙ্কামুক্ত থাকবে। এ বিষয়টি ঈমানের অন্যতম শর্ত এবং মৌল উপাদানের অন্তর্গত যার অনুপস্থিতিতে ঈমানের অস্তিত্ব বিপন্ন হয়ে যায়।

প্রতিবেশীর সাথে মন্দ আচরণকে ঈমানের পরিপন্থী কাজ বলা হয়েছে। মুসনাদে আহমাদ ও তিরমিযী শরীফে বলা হয়েছে:

প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করে মুমিন হও। বুখারী ও মুসলিম শরীফের অপর এক হাদীসে রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ

যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট প্রদান না করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান