মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৩৯
ঈমান অধ্যায়
মুসলিম ও মুমিনের পরিচয়
৩৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সে ব্যক্তি মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্যান্য মুসলমান নিরাপদ। আর সে ব্যক্তি মুমিন, যার কাছে মানুষ তাদের প্রাণ এবং সম্পদ নিরাপদ মনে করে। -তিরমিযী, নাসাঈ
کتاب الایمان
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُوْنَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ» (رواه الترمذى والنسائى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে শুধুমাত্র মুখ এবং হাতের দ্বারা কষ্ট প্রদানের বিষয় এ জন্য উল্লেখিত হয়েছে যে, অধিকাংশ ক্ষেত্রে উল্লেখিত দু'টি অংগের দ্বারাই মানুষকে কষ্ট দেয়া হয়। অন্যথায় হাদীসের লক্ষ্য এবং উদ্দেশ্য হল এ কথা বর্ণনা করা যে, এক মুসলমান যেন অপর মুসলমানকে কোন কষ্ট প্রদান না করেন।
ইবনে হাব্বানের বর্ণনায়- من سلم المسلمون এর পরিবর্তে من سلم الناس من لسانه ويده রয়েছে। এ থেকে অবগত হলাম যে, একজন মুসলমান থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিরাপদ এবং আশংকামুক্ত।
উল্লেখ্য যে, আলোচ্য হাদীসে কষ্ট প্রদান করাকে ইসলামের পরিপন্থী আখ্যায়িত করা হয়েছে, কিন্তু তা শর্ত সাপেক্ষে। সঠিক এবং সুস্পষ্ট কারণ ছাড়া কষ্ট দেয়া যাবে না। যালিম, অপরাধী, সীমালংঘনকারী এবং ফাসাদ সৃষ্টিকারীদেরকে শাস্তি প্রদান করা মুসলমানদের 'মনসবী' জিম্মাদারী অন্যথায় দুনিয়ার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে।
ইবনে হাব্বানের বর্ণনায়- من سلم المسلمون এর পরিবর্তে من سلم الناس من لسانه ويده রয়েছে। এ থেকে অবগত হলাম যে, একজন মুসলমান থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিরাপদ এবং আশংকামুক্ত।
উল্লেখ্য যে, আলোচ্য হাদীসে কষ্ট প্রদান করাকে ইসলামের পরিপন্থী আখ্যায়িত করা হয়েছে, কিন্তু তা শর্ত সাপেক্ষে। সঠিক এবং সুস্পষ্ট কারণ ছাড়া কষ্ট দেয়া যাবে না। যালিম, অপরাধী, সীমালংঘনকারী এবং ফাসাদ সৃষ্টিকারীদেরকে শাস্তি প্রদান করা মুসলমানদের 'মনসবী' জিম্মাদারী অন্যথায় দুনিয়ার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)