মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৪১
ঈমান অধ্যায়
প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে যে ব্যক্তি পেট পুরে খায় সে মুমিন নয়
৪১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি; সেই ব্যক্তি মু'মিন নয়, যে পেট পুরে খায় এবং তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। -বায়হাকী, শু'আবুল ঈমান
کتاب الایمان
عَنِ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَشْبَعُ، وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ» (رواه البيهقي فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য প্রদান না করে যে ব্যক্তি পেট পুরে খায় সে ব্যক্তি মুসলমানধারী হলেও ঈমানের হাকীকত থেকে বঞ্চিত এবং তার এ ধরনের সংকীর্ণতা এবং স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)