মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৩৪
ঈমান অধ্যায়
মুমিন ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করবে
৩৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেন: তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। -বুখারী, মুসলিম
کتاب الایمان
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ» (رواه البخارى و مسلم)

হাদীসের ব্যাখ্যা:

ইবনে হিব্বানের রিওয়ায়েতে لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ এর পরিবর্তে لا يبلغ العبد حقيقة الايمان বাক্যাংশ উল্লেখ আছে। অর্থাৎ "বান্দার কাছে ঈমানের হাকীকত পৌছেনি" বলা হয়েছে। তার ভিত্তিতে কোন কোন ব্যাখ্যাকার বলেন: কেউ মুমিন হতে পারবে না, বাক্যাংশের অর্থ এই নয় যে, মুমিন ব্যক্তির ঈমান বিনষ্ট হয়ে গেছে। কিংবা সে ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে। তার অর্থ হচ্ছে, এ ধরনের ঈমানদার ব্যক্তি পূর্ণ ঈমানের স্বাদ থেকে দূরে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান