মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৩৫
ঈমান অধ্যায়
ভালবাসা, শত্রুতা ও জিহ্বার প্রয়োগ আল্লাহর জন্য
৩৫. হযরত মা'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ)-কে উত্তম ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন। (অর্থাৎ ঈমানের সর্বোচ্চ ও সর্বোত্তম স্তর কি এবং তা কি ধরনের কাজ ও চরিত্রের মাধ্যমে অর্জন করা যায়।)। রাসূল (ﷺ) বললেনঃ তুমি ভালবাসবে আল্লাহর জন্য, শত্রুতা করবে আল্লাহর জন্য, (অর্থাৎ বন্ধুত্ব ও শত্রুতা কেবল আল্লাহর জন্য) এবং তোমার জিহ্বাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবে। মা'আয (রা) বলেন, হে আল্লাহর রাসূল! আর কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার নিজের জন্য যা পছন্দ কর তা অন্যদের জন্যও পছন্দ করবে এবং তোমার নিজের জন্য যা অপছন্দ করবে তা অন্যের জন্যও অপছন্দ করবে। -মুসনাদে আহমাদ
کتاب الایمان
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَفْضَلِ الْإِيمَانِ قَالَ: «أَنْ تُحِبَّ لِلَّهَ، وَتُبْغِضَ لِلَّهِ، وَتُعْمِلَ لِسَانَكَ فِي ذِكْرِ اللَّهِ» . قَالَ: وَمَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَأَنْ تُحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ وَتَكْرَهَ لَهُمْ مَا تَكْرَهُ لِنَفْسِكَ» (راه احمد)

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর রাসূল (ﷺ) উত্তম ঈমানের তিনটি আলামত উল্লেখ করেছেন। মুমিন ব্যক্তি ঈমানের কামিল স্তরে পৌঁছলে তার মধ্যে এ তিনটি জিনিস সৃষ্টি হয়। সে বন্ধুত্ব ও শত্রুতা শুধু আল্লাহর জন্য করে নিজেকে আল্লাহর স্মরণে মশগুল রাখে এবং নিজের জন্য যা পছন্দ করে তা অপর ভাইয়ের জন্যও পছন্দ করে সে-ই ঈমানের পরিপূর্ণ স্তরে অবস্থান করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান