মা'আরিফুল হাদীস
ঈমান অধ্যায়
হাদীস নং: ৩৬
ঈমান অধ্যায়
ভালবাসা, শত্রুতা, দান ও নিষেধ আল্লাহর জন্য
৩৬. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর জন্য ভালবাসে, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য নিষেধ করে সে অবশ্যই ঈমানকে পরিপূর্ণ করল। -আবূ দাউদ
کتاب الایمان
عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ» (رواه ابو داؤد)
হাদীসের ব্যাখ্যা:
যে ব্যক্তি নিজের চিন্তাধারা, আবেগ অনুভূতি, কাজকর্ম এমনভাবে আল্লাহ তা'আলার অধীন করে যে, সে যখন কোন সম্পর্ক সৃষ্টি করে তখন তা সুমহান আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য করে। যখন সে সম্পর্কচ্ছেদ করে তখন তা আল্লাহ তা'আলার জন্যই করে। যখন সে কিছু দান করে তখন তা আল্লাহর জন্যই করে এবং যখন কাউকে কিছু দিতে বিরত থাকে তখন তাও আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্যই করে থাকে। অন্তরের আবেগ অনুভূতি, প্রেম-প্রীতি, হিংসা-বিদ্বেষ এবং বাহ্যিক কর্মকান্ড, দয়া-দাক্ষিণ্য সব কিছুই আল্লাহ তা'আলার সন্তুষ্টি সাধনের জন্যই করা হয়।
অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দাসত্বের মোকাম হাসিল করতে সক্ষম হয়েছে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে।
আল্লাহ যা এবং যাকে ভালবাসেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ভালবাসে। আল্লাহ্ যা এবং যাকে ঘৃণা করেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ঘৃণা করেন। মুমিন ব্যক্তি আল্লাহর ইচ্ছা ও অনিচ্ছার সাথে নিজের ইচ্ছা ও অনিচ্ছাকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করেন। যার ঈমান যতটুকু পরিপূর্ণ তার ঈমান ততটুকু মজবুত ও সুদৃঢ়।
অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দাসত্বের মোকাম হাসিল করতে সক্ষম হয়েছে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে।
আল্লাহ যা এবং যাকে ভালবাসেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ভালবাসে। আল্লাহ্ যা এবং যাকে ঘৃণা করেন, মু'মিন ব্যক্তি তা এবং তাকেই ঘৃণা করেন। মুমিন ব্যক্তি আল্লাহর ইচ্ছা ও অনিচ্ছার সাথে নিজের ইচ্ছা ও অনিচ্ছাকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করেন। যার ঈমান যতটুকু পরিপূর্ণ তার ঈমান ততটুকু মজবুত ও সুদৃঢ়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)