মা'আরিফুল হাদীস

ঈমান অধ্যায়

হাদীস নং: ৩৩
ঈমান অধ্যায়
প্রবৃত্তিকে রাসূলের হেদায়াতের অধীন করা
৩৩ হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার প্রবৃত্তিকে আমার আনিত হিদায়েতের অধীন না করবে। -শরহুস সুন্নাহ্
کتاب الایمان
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،«لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ» (رواه البغوى فى شرح السُّنَّة)

হাদীসের ব্যাখ্যা:

ব্যক্তি তখনই হাকিকী ঈমান এবং ঈমানী বরকত হাসিল করতে সক্ষম হবে যখন তার নফস এবং নফসের চাহিদা নবী (ﷺ)-এর হেদায়েতের অধীন হবে।

"هوی" -এর আভিধানিক অর্থ নফসের খাহেস এবং "هدی" -এর পারিভাষিক অর্থ আম্বিয়া (আ)-এর নিয়ে আসা হেদায়েত। এ দু'টি জিনিসের উপরই গোটা অমঙ্গল নির্ভরশীল। মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্য সকল প্রকার মন্দ কর্মকান্ড এবং পথভ্রষ্টতা প্রবৃত্তির অনুসরণের ফলশ্রুতি। অনুরূপভাবে প্রত্যেক মঙ্গল কর্ম ও "هدی" বা হেদায়েতের আনুগত্য থেকে সৃষ্ট। "هوی" বা প্রবৃত্তিকে "هدی" বা هديت এর অধীন করার মাধ্যমেই হাকিকী ঈমান অর্জিত হতে পারে। অর্থাৎ আল্লাহ্ তা'আলার নিকট থেকে আগত হেদায়েত ও তালিমের অনুসরণের মাধ্যমেই সফলতা লাভ করা যেতে পারে। যে ব্যক্তি হেদায়েতের রাস্তা পরিত্যাগ করে "هوی" বা প্রবৃত্তির গোলামী অবলম্বন করে এবং মহান প্রভুর হেদায়েত পরিহার করে নফসের খাহেসের আনুগত্য করে সে বস্তুত ঈমানের আসল লক্ষ্য উদ্দেশ্যকে ধ্বংস করে দেয়। নবী করীম (ﷺ) মুমিন হওয়ার জন্য প্রবৃত্তিকে কুরআনের হেদায়াতের অধীন করতে বলেছেন। প্রবৃত্তির পূজারীদের সম্পর্কে আল্লাহ বলেন,

اَفَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـهه هوٰىه

"তুমি কি তাকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে"? (সূরা জাসিয়া : ২৩)

وَمَنۡ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ ہَوٰىه بِغَیۡرِ هدًی مِّنَ اللّٰه ؕ اِنَّ اللّٰه لَا یَهدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ 

-তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে, যে আল্লাহর হেদায়েত ত্যাগ করে নিজের প্রবৃত্তির অনুসরণ করে? আল্লাহ্ যালিম কওমকে পথ দেখান না। (সূরা কাসাস : ৫০)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান