মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৯
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৪৯. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ যেন নিজেকে অপমানিত না করে। সে যদি কোন বিষয়ে আল্লাহর বিধান অবহিত থাকা সত্ত্বেও তার পরিপন্থী কিছু হতে দেখে এবং সে সম্পর্কে কিছুই না বলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাকে বলবেন, অমুক অমুক ব্যাপারে কথা বলতে তোমাকে কিসে বাধা দিয়েছিলো? সে বলবে: মানুষের ভয়। তখন আল্লাহ বলবেন, আমাকেই তো তোমার ভয় করা উচিৎ ছিল।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحقرن أحدكم نفسه أن يرى أمرا عليه فيه مقالا ثم لا يقوله (1) فيقول الله ما منعك أن تقول فيه (2) فيقول رب خشيت الناس فيقول وأنا أحق أن يخشى
tahqiqতাহকীক:তাহকীক চলমান