মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৫০
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৫০. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তাবারক তা'আলা কিয়ামতের দিন তার বান্দাকে প্রশ্ন করবেন, তোমাকে কিসে বাধা দিয়েছিল যে, তুমি অন্যায় কাজ হতে দেখেও তা থেকে নিষেধ করোনি? (সে জবাব দানে অসমর্থ হলে), আল্লাহ্ তাকে তার যথাযথ উত্তর শিখিয়ে দিবেন। তখন সে বলবে: হে আমার রব। তোমার দয়া ও ক্ষমার প্রত্যাশী হয়ে লোকদেরকে তাদের অবস্থানের উপর ছেড়ে দিয়েছি।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
وعنه أيضا أن النبي صلى الله عليه وسلم قال ان الله تبارك وتعالى ليسأل العبد يوم القيامة حتى يقول ما منعك إذ رأيت المنكر تنكره؟ فإذا لقن الله عبدا حجته قال يا رب وثقت بك (5) وفرقت من الناس
tahqiqতাহকীক:তাহকীক চলমান