মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়

হাদীস নং: ৪৮
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ অধ্যায়
পরিচ্ছেদ: সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা ওয়াজিব এবং এর প্রতি কঠোরতা প্রদর্শনের প্রতি উৎসাহ প্রদান
৪৮. 'উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহর উদ্দেশ্য তোমরা দুরবর্তী ও নিকটবর্তী মানুষের বিরুদ্ধে জিহাদ করবে এবং আল্লাহর ব্যাপারে আর কোন সমালোচনাকারীকে সমালোচনার পরোয়া করবে না। বাড়ীতে ও সফরে সকল অবস্থায় আল্লাহর সীমার মধ্যে অবস্থান করবে।
كتاب الأمر بالمعروف والنهي عن المنكر
باب وجوبه والحث عليه والتشديد فيه
عن عبادة بن الصامت قال قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا الناس في الله تبارك وتعالى القريب والبعيد ولا تبالوا في الله لومة لائم واقيموا حدود الله في الحضر والسفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান