মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ২৯
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২৯. শারীদ ইবন সুওয়াইদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল (ﷺ) আমার কাছ দিয়ে চলে যান, যখন আমি এভাবে বসেছিলাম যে, আমার বাম হাতটি ছিল আমার পিঠের উপর, আর আমি ঠেস দিয়েছিলাম আমার ডান হাতের বুড়ো আঙুলের নরম গোশতের উপর। তিনি আমাকে এ অবস্থায় দেখে বললেন, তুমি কি তাদের মত করে বসেছ, যাদের উপর আল্লাহর গযব নাযিল হয়েছে।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن الشريد بن سويد قال مر بي رسول الله صلى الله عليه وسلم وانا جالس هكذا وقد وضعت يدي اليسرى خلف ظهري واتكأت على ألية (7) يدي فقال أتقعد قعدت المغضوب عليهم