মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ২৮
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২৮. হারমালা আম্বারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে উপদেশ দিন। রাসূল (ﷺ) বললেন, তুমি আল্লাহকে ভয় করবে। যখন তুমি কোন মজলিসে বসবে, তারপর সেখান থেকে উঠে যাবে, তখন সেখানে যা শুনবে, তৎমধ্যে সে বিষয় তোমার নিকট গ্রহণযোগ্য বলে মনে হয়, তা গ্রহণ করবে এবং তাদের যে কথা শুনতে তোমার অপছন্দ হয়, তা পরিহার করবে।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن حرملة العنبري قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أوصني قال اتق الله واذا كنت في مجلس فقمت منه فسمعتهم يقولون ما يعجبك فأنه وإذا سمعتهم يقولون ما تكره فاتركه