মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৩০
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
৩০. জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরে প্রবেশ করে তাঁকে বালিশের উপর হেলান দিয়ে বসতে দেখলাম।
জাবির (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তোমাদের মধ্যে কেউ যখন বসে অথবা হেলান দেয়, তখন সে যেন তার এক পায়ের উপর অন্য পা না রাখে।
জাবির (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তোমাদের মধ্যে কেউ যখন বসে অথবা হেলান দেয়, তখন সে যেন তার এক পায়ের উপর অন্য পা না রাখে।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن جابر بن سمرة قال دخلت على رسول الله صلى الله عليه وسلم في بيته فرأيته متكئا على وسادة
عن جابر عن النبي صلى الله عليه وسلم قال إذا جلس أو استلقى احدكم فلا يضع رجليه احداهما على الأخرى
عن جابر عن النبي صلى الله عليه وسلم قال إذا جلس أو استلقى احدكم فلا يضع رجليه احداهما على الأخرى