মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ২৩
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২৩. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মজলিসে কোন কথা বলে, এরপর তা গোপন রাখতে বলে তখন সে কথাটি তার নিকট আমানত স্বরূপ।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن جابر ابن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال من حدث في مجلس بحديث ثم التفت (10) فهي أمانة

হাদীসের ব্যাখ্যা:

যদি কোন ব্যক্তি কোন কথা অপর ব্যক্তির কাছে বলার পর হাবভাব কিংবা আকার-ইঙ্গিতের দ্বারা এ কথা বুঝাতে চেষ্টা করে যে, তার বক্তব্যের গোপনীয়তা রক্ষা করা হোক, তাহলে তার বক্তব্য তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করা অনুচিত। যদি তার বক্তব্যের গোপনীয়তা রক্ষা না করা হয়, তাহলে আমানতের খিয়ানত করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান