মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ২৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি তার জায়গা ছেড়ে চলে যাওয়ার পর আবার সেখানে ফিরে আসে, তাহলে সে জায়গায় বসার হক তারই বেশী।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم من مجلسه ثم رجع إليه فهو أحق به
tahqiqতাহকীক:তাহকীক চলমান