মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ২৫
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২৫. ওহাব ইবন হুযায়ফা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যদি কোন ব্যক্তি তার জায়গা ছেড়ে চলে যাওয়ার পর আবার সেখানে ফিরে আসে, তাহলে সেই জায়গায় বসার হক তারই বেশী। যদি তার কোন প্রয়োজনে সে চলে যাওয়ার পর আবার সেখানে ফিরে আসে, তাহলে সেই জায়গায় বসার হক তারই বেশী।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن وهب بن حذيفة عن النبي صلى الله عليه وسلم قال إذا قام الرجل من مجلسه فرجع اليه فهو أحق به وان كانت له حاجة فقام اليها ثم رجع فهو أحق به