মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ২২
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২২. ইবন 'উমর (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তোমরা তিনজন একত্র হলে, একজনকে বাদ দিয়ে দুইজনে কোন গোপন পরামর্শ করবে না। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, যদি তারা চারজন হয়? তিনি বললেন, তাহলে কোন ক্ষতি নেই।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
وعنه أيضا عن النبي صلى الله عليه وسلم قال إذا كنتم ثلاثة فلا ينتجى اثنان دون صاحبهما قال قلنا فان كانوا اربعا (8) قال فلا يضر