মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বসার আদব অধ্যায়

হাদীস নং: ২১
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: মজলিসে বিদ্যমান ব্যক্তির জন্য বিশেষ আদাব
২১. 'ইবনে 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) তৃতীয় জনকে বাদ দিয়ে দুজন গোপনে পরামর্শ করতে নিষেধ করেছেন, যদি তাদের সাথে অন্য কোন লোক না থাকে। তিনি বলেন, রাসূল (ﷺ) কোন ব্যক্তিকে পেছন থেকে উঠে গিয়ে অন্য ব্যক্তির স্থানে বসতে নিষেধ করেছেন। তিনি বলেন, সে যখন ফিরে আসবে, তখন সে জায়গায় বসার হক তারই অধিক।
كتاب المجالس وآدابها
باب آداب تختص بمن في المجلس
عن ابن عمر قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يتناجى اثنان دون الثالث اذا لم يكن معهم غيرهم قال ونهى النبي صلى الله عليه وسلم أن يخلف الرجل الرجل في مجلسه وقال إذا رجع فهو أحق به
tahqiqতাহকীক:তাহকীক চলমান