মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৫
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম মজলিস ও এর মন্দ বিষয় সম্পর্কে
৫. 'আবদুর রহমান ইবন আবি 'আমরা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সা'ঈদ খুদরী (রা) কে কোন এক জানাযার সংবাদ দেওয়া হলো। এতে তিনি অংশগ্রহণ করলেন, তবে তিনি পিছনে পড়লেন। শেষ পর্যন্ত লোকেরা এসে তাদের স্থানে বসে পড়লো, তারপর তিনি আসলেন এবং গোত্রের লোকেরা যখন তাকে দেখলো, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারপর তাদের মধ্যে কিছু লোক উঠে গিয়ে তার স্থানে বসলো। তখন তিনি বললেন, না, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেন, উত্তম মজলিস হলো তা প্রসারিত করা, তারপর জায়গা করে দেওয়া এবং প্রসারিত মজলিসে বসা।
كتاب المجالس وآدابها
باب ما جاء في خير المجالس وشرها
عن عبد الرحمن ابن ابي عمرة الأنصاري قال أخبر أبو سعيد (2) بجنازة فعاد وقد تخلف حتى إذا أخذ الناس مجالسهم ثم جاء فلما رآه القوم تشذبوا (3) عنه فقام بعضهم ليجلس في مجلسه فقال لا اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان خير المجالس اوسعها (4) ثم تنحى وجلس في مجلس واسع