মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বসার আদব অধ্যায়
হাদীস নং: ৪
বসার আদব অধ্যায়
পরিচ্ছেদ: রাস্তার হক আদায় করা ব্যতিত বসা নিষেধ
৪. আবু শুরাইহ ইবনে আমর খাযায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা উচ্চভূমিসমূহে বসা থেকে বিরত থাকবে, তোমাদের মধ্যে যে উচ্চভূমিতে বসবে, সে যেন তার হক আদায় করে। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)-এর হক কি? তিনি বললেন, এর হক হলো- দৃষ্টি সংযত রাখা, সালামের উত্তর দেওয়া, সৎকাজের নির্দেশ দেওয়া অন্যায় কাজে নিষেধ করা।
كتاب المجالس وآدابها
باب النهي عن الجلوس في الطرقات إلا بحقها
عن أبي شريح بن عمرو الخزاعي قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والجلوس على الصعدات فمن جلس منكم على الصعيد فليعطه حقه قال قلنا يا رسول الله وما حقه؟ قال غضوض البصر ورد التحية وأمر بمعروف ونهي عن منكر